সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ প্রাণ গেল ৮ গরুর
সাতক্ষীরার সুভাষিণী এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। নিহত ট্রাকচালক শাহিনূর রহমান তালা উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ট্রাকে থাকা ৮টি গরুও প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে একটি গরুবোঝাই ট্রাক সাতক্ষীরা থেকে যশোর অভিমুখে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে আসা ইমাদ পরিবহণের একটি বাসের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ট্রাকটির চালক শাহিনূর রহমান গুরুতর আহত হলে তাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। রাতেই সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান জানান, নিহত ট্রাকচালকের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।