সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে চারজনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫০ শতাংশ। এ সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।
জেলায় আগের চার দিনে করোনা শনাক্তের হার ছিল ২৮ দশমিক ০২, ৩২ দশমিক ৭২, ২৭ দশমিক ০৪ ও ৩০ দশমিক ৩৭ শতাংশ। করোনার উপসর্গ নিয়ে গত পাঁচ দিনে সাতক্ষীরায় মারা গেছে ২৯ জন। বছরজুড়ে উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩৩২ জন। এ ছাড়া এই সময়ে করোনায় মারা গেছে ৬৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ৪৩ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৪০২ জন বিভিন্ন হাসপাতাল এবং প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে রয়েছে।
এদিকে, চতুর্থ সপ্তাহের পঞ্চম দিন আজ মঙ্গলবার কঠোর লকডাউনেও মানুষ স্বাভাবিকভাবে শহরে চলাফেরা ও বাজার সওদা করছে। পুলিশের বাধা বা সড়কের ব্যারিকেডও মানছে না তারা। এমন কি মাস্ক ব্যবহারও তেমন চোখে পড়ছে না।