সাতক্ষীরায় ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ
সাতক্ষীরা শহর থেকে ৭৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের সাকার মোড়ের একটি গোডাউনে ও সুলতানপুর বড়বাজারে অভিযান চালিয়ে এ তেল জব্দ করে। পাশাপাশি সয়াবিন তেল মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানমালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুল হোসেন জানান, সাতক্ষীরা-মাছখোলা সড়কের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরের একটি গোডাউনে ভোজ্যতেল মজুদ রয়েছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ কার্টুন সয়াবিন তেল জব্দ করা হয়। কমদামে কিনে রাখা এই সয়াবিন তেল বেশি দামে বিক্রির উদ্দেশে মজুদ করে রাখায় গোডাউনের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিন সুলতানপুর বড়বাজারে নুরানী স্টোরে অভিযান চালিয়ে আরও ২৭০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নাজমুল হোসেন আরও জানান, জব্দ ওই সব তেল খোলা বাজারে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। পরে বিক্রির টাকা ওই দুই প্রতিষ্ঠানমালিককে দিয়ে দেওয়া হয়েছে।