সাফ জয়ীতাদের বাড়িতে পুলিশ প্রশাসনের ফুলেল শুভেচ্ছা
ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের নারী ফুটবলারদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপারের পক্ষ থেকে সানজিদা, মার্জিয়াসহ আট নারী ফুটবল জয়ীতার পরিবারের সঙ্গে দেখা করে ফুলের শুভেচ্ছা বিনিময় ও ফলের ঝুড়ি তুলে দেন ধোবাউড়া-হালুয়াঘাট সার্কেলের পুলিশ কর্মকর্তা সাগর দিপা বিশ্বাস।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা বলেন, ‘শুধু চ্যাম্পিয়নশিপ জয় নয় এ বিজয় সমাজের কুপমন্ডুকতা উপেক্ষা করে প্রতিকূল পরিবেশকে জয় করার মাধ্যমে সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সাহসী বিজয়। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি আমরা প্রাথমিক সম্মান জানাতে চেষ্টা করছি। পরবর্তীতে তাদেরকে সম্মানিত করতে বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা হবে’।
এ সময় ধোবাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।