সাভারের সড়কে গেল দুই প্রাণ
ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হেমায়েতপুর ও রেডিওকলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে পুলিশ বলছে, রাতে রেডিওকলোনি বাসস্ট্যান্ড থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রাজু নামের এক যুবক নিহত হন। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই যুবক গুরুতর আহত হন। পরে তাঁদেরকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, হেমায়েতপুর এলাকায় দ্রুত গতির একটি গাড়ি চাপায় রানা নামের এক যুবক নিহত হয়েছেন।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।