সাভারে অগ্নিকাণ্ডে পুড়ে শেষ ৯ ঘর
সাভারের দুইটি পৃথক অগ্নিকাণ্ডে নয়টি ঘরসহ একটি তুলার কারখানা পুড়ে গেছে। আজ বুধবার সকালে আশুলিয়ার নয়াপাড়া ও ধামরাইর ধানতারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। এ সময় ওই বাড়ির নয়টি কক্ষ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে, ঢাকার ধামরাইয়ের ধানতারা এলাকায় আগুনে পুড়ে গেছে একটি তুলার কারখানা। পরে ধামরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা।