সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা এলাকা থেকে আজ বুধবার সকালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
পুলিশ জানায়, বুধবার সকালে দক্ষিণ মেইটকা এলাকায় একটি ফসলি জমিতে পুঁতে রাখা অজ্ঞাত ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা খবর দিলে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। ওই যুবকের পরনে জিনসের প্যান্ট ও গেঞ্জি রয়েছে।
পুলিশের ধারণা, অজ্ঞাত ওই যুবককে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রাখে।
সাভার মডেল থানার পরিদর্শক আল আমিন বলেন, ‘অজ্ঞাত ওই যুবকের হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারের পাশাপাশি তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
গত চার দিনে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে সাত জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।