সাভারে জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার
সাভারে জোড়া খুনের প্রধান আসামি শাহাজালালকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত ১১ জুন সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় ভাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্র নাজমুল হোসেন ও তাঁর খালাতো ভাই রায়হান মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতদের পরিবার ওইদিন সাভার মডেল থানায় একটি মামলা করে। সেই মামলায় আজ ভোরের দিকে পুলিশ হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি শাহাজালালকে গ্রেপ্তার করে।
এ হত্যাকাণ্ডে দুজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, প্রধান আসামি গ্রেপ্তার হলেও অপর আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’