সাভারে টেক্সটাইল মিলের অগ্নিকাণ্ডে আহত ১০
সাভারে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মেশিন, আহত হয়েছে অন্তত ১০ জন।
আজ সোমবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস টেক্সটাইল মিলসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, হঠাৎ করে বিশ্বাস টেক্সটাইল মিলসে একটি মেশিনে আগুন লাগে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাত তলা ভবনটির নিচ তলায় টেক্সটাইল এবং উপরের বিভিন্ন তলায় পোশাক কারখানা আছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির এসব কারখানার শ্রমিকরা তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। সময় অন্তত ১০ জন আহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, কীভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়েও এখনও কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গতকাল রোববার বিকেলে ওই এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যায় একটি ফার্নিচার তৈরির কারখানা।