সাভারে বিএনপির ৪৮ নেতাকর্মী গ্রেপ্তার
সাভারে বিএনপির ৪৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা ঢাকায় গিয়ে নাশকতা করতে পারেন এমন অভিযোগে সকালে সাভারের আমিনবাজার ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে।