১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান : তারেক রহমান
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানী মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যাঁর গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি; দেশকে রক্ষা করা। দেশের মানুষকে রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেখেছি যখন দেশকে রক্ষা করার সময় এসেছে, দেশের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার সময় এসেছে, দেশের মানুষকে শত্রুর কবল থেকে রক্ষা করার সময় এসেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার সময় এসেছে, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধে আসার জন্য মানুষকে উজ্জীবিত করেছিলেন। একজন সৈনিক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আল্লাহর রহমতে জিয়াউর রহমান দেশের মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন।
তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি যেহেতু উনি সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, আগামীতে যারা সশস্ত্র বাহিনীতে আসবেন; দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষা করার শপথ নিয়ে যারা আসবেন, তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের কাজগুলো উজ্জীবিত করবে, সাহসী করবে।
তারেক রহমান আরও বলেন, আমরা দেখেছি উনি যখন রাজনীতিবিদ হিসেবে কাজ শুরু করলেন, উনি কিন্তু ঢাকার মধ্যে বসে থাকেননি। একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে দেশের মানুষকে সহযোগিতা করা, মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন। মানুষের সাথে কথা বলেছেন, মানুষের সমস্যা জানতে চেয়েছেন, সেভাবে উনি সমস্যা সমাধান করেছেন। উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকমের থিওরি দিয়ে জাতিকে হয়তো বিভক্তি করার চেষ্টা করা হয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সব পরিচয়ের ওপরে গিয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে।
দেশে শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রোবায়েত ফেরদৌস প্রমুখ।