সিরাজগঞ্জের সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের তাড়াশে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত অসীম চন্দ্র (২৮) ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে।
আজ রোববার দুপুরে তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধাপের সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসীম চন্দ্র বগুড়া জেলার শেরপুর পৌরসভার অনিল চন্দ্রের ছেলে। আহতরা হলেন—তাড়াশের আফাল ও খুঁটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ।
তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস তাড়াশে আসছিল। বাসটি ধাপের সেতু এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ওই বাস ও একটি মোটরসাইকেল মুখোমুখি হলে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অসীমচন্দ্রকে মৃত ঘোষণা করেন।