সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের শাহজাদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় করা অস্ত্র মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।
সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাদীউজ্জামান সেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারার মামলায় তাদের এই দণ্ড প্রদান করা হয়েছে। আসামিরা পলাতক আছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মো. এরশাদ আলী, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মো. নজরুল, সুজানগর থানা নয়নামতি গ্রামের মো. আবুল হাসেম ও পাবনা জেলার জয়গ্রামের মো. হাসান আলী প্রামাণিক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুরের সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে উপজেলার বাড়াবিল গ্রামের কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশে বের হন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিস্তির এক লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বেলা সোয়া ১২টার দিকে বাড়াবিল গ্রামের বড় ব্রিজের উত্তর পাশের রাস্তার ওপর অটোভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা তিনটি মোটরসাইকেলে এসে ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলামকে ঘিরে ধরে তাদের হাতে থাকা পিস্তল আশরাফুল ইসলামের মাথায় ও আরেকজন শার্টারগান বুকে ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং অন্য আসামিরা তাকে কিলঘুষি মেরে প্যান্টের পকেটে থাকা কিস্তির নগদ এক লাখ ৫৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এসে আসামিদেরকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কেএম রাকিবুল হুদা ঘটনাস্থলে পৌঁছে আসামিদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় মামলা দায়ের করেন।
আদালতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১০ জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘদিনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে বিচারক এই রায় ঘোষণা করেন।