সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। উপজেলার উত্তর বানিয়াগাতি গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উত্তর বানিয়াগাতি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বেলকুচির উত্তর বানিয়াগাতি গ্রামের খান গ্রুপ ও মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বৃহস্পতিবার সকালে বানিয়াগাতি বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাইফুলসহ অন্তত ছয়জন আহত হন। পরে আহতদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাইফুল ইসলাম মারা যান।
ওসি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।