সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে পাশা খাঁন (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। উপজেলার পাড়কোলা কাঠালতলা নামক স্থানে ঢাকা-নগরবাড়ী মহাসড়কে আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাশা খাঁন বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খাঁনের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন দুলাল, বাটুল, টুটুল ও বিপ্লব। তাঁদের সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহীন জানান, শাহজাদপুর উপজেলার পাড়কোলা কাঠালতলা নামক স্থানে বালুবাহী একটি বিকল ট্রাক আগে থেকেই দাঁড়িয়ে ছিল। ভোরে বগুড়ার ধুনট থেকে কাঁচামাল ব্যবসায়ীদের বহনকারী অপর একটি ট্রাক পাবনা যাচ্ছিল। ট্রাকটি কাঠালতলা এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাশা খাঁন নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হন। এ সময় আহত হন আরও চার ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁচে হতাহতদের উদ্ধার করে।