সিরাজগঞ্জে পাঁচ জেলের কারাদণ্ড, বিপুল জাল জব্দ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলায় তিন জেলেকে ২০ দিন ও দুই জেলেকে দুইদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান ও সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন সদর উপজেলার কাটাঙ্গা গ্রামের বাসিন্দা মিঠু আহমেদ, একই গ্রামের কামরুল হাসান ও রুপসা গ্রামের মোজাম্মেল হক। রাতেই আসামিদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক মঈদুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরায় পাঁচজনকে আটক ও এক লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ২০ দিন ও দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।