সিরাজগঞ্জে প্রার্থী পরিবর্তন চেয়ে আওয়ামী লীগের বিক্ষোভ
যোগ্যতার ভিত্তিতে তৃণমূলের পছন্দের প্রার্থীকে নৌকা প্রতীক না দেওয়ায় সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বুধবার বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা বাজারে খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে।
সিরাজগঞ্জের সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রউফ মুকুল, সাবেক সভাপতি আব্দুল খালেক সেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ মোল্লা। তাঁকে মনোনয়ন দেওয়ার পর থেকে হতাশা দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। তার মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।