সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—পাবনার বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের আবু সোমা প্রমাণিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রামাণিকের ছেলে গোলাম মোস্তফা (৪৫)।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জু জানান, আজ সকাল ১০টার দিকে আলামিন ও গোলাম মোস্তফা সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার বেড়া উপজেলায় যাচ্ছিলেন। তাঁরা বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলামিন হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হন গোলাম মোস্তফা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এরই মধ্যে দুজনের মরদেহ পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।