সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ : আরও ২ মামলা, গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও দুটি মামলা করা হয়েছে। মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদের করা মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। আর, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্নার করা মামলায় ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ বাদি হয়ে তিনটি মামলা এবং আওয়ামী লীগকর্মী উজ্জল হোসেন বাদী হয়ে বিএনপির ৭৫০ নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা দায়ের করে।
একই ঘটনায় গতকাল শনিবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ ২০৮ জন এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্নার দায়ের করা মামলায় বিএনপির ২৫৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়।