সিরাজগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ৩ নারী
সিরাজগঞ্জের কাজিপুরে হোসেন আলী (৪৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পিঠ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আলামত হিসেবে জব্দ করা হয়েছে একটি চাকু।
আজ রোববার সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া এলাকা থেকে হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওসি শ্যামল জানান, নিহত হোসেন আলী পেশায় কখনো ভ্যানচালক, আবার কখনো চাল ব্যবসায়ী ছিলেন। আজ সকালে রৌহাবাড়ি উত্তরপাড়া আব্দুস সালামের ঘরে হোসেন আলীর মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্যে সালামের স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুনকে (২৩) থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছেন।
ওসি শ্যামল এনটিভি অনলাইনকে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত হিসেবে একটি চাকু জব্দ করা হয়েছে। হত্যার কারণ জানতে তিন নারীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।’