সিরাজগঞ্জে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে যুবক নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে সোবাহান সরকার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সলঙ্গা থানাধীন ভেংগী এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
সোবাহান সরকার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ী গ্রামের বাবুল সরকারের ছেলে। তিনি রাজশাহী জেলার গ্রামীণ ব্যাংকের একটি অফিসে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোবাহান কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাতে সলঙ্গা থানাধীন ভেংরী এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোবাহান।