সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই, দিশেহারা মানুষ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহর রক্ষাবাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল লতিফ জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত শহর রক্ষাবাঁধের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এতে জেলার পাঁচটি উপজেলার ২৮টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত মানুষরা উঁচু স্থান ও শহর রক্ষাবাঁধের বিভিন্ন স্থানে অস্থায়ী ঘর তুলে বসবাস করছেন। বন্যা কবলিত মানুষের মধ্যে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট। তলিয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, বিস্তীর্ণ রোপা আমনের ক্ষেত।
এদিকে, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে জেলার কাজীপুর, চৌহালী ও শাহজাদপুরের নদী তীরের মানুষজন। তবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।