সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি
সিরাজগঞ্জে আজও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাড়তে শুরু করেছে চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির।
আজ সোমবার সিরাজগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল লতিফ এই তথ্য জানান।
আব্দুল লতিফ বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ পয়েন্টে বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বেড়েছে কাজিপুর মেঘাইঘাট পয়েন্টেও। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, করতোয়া, বড়াল ও ইছামতি নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে অবনতি হচ্ছে জেলার বন্যা পরিস্থিতি। আমন ধানের বীজতলাসহ বিভিন্ন সবজির বাগানে পানি উঠে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা।