সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান ও দীপঙ্কর রায় নামের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্যরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওদা শ্যালুয়া গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে কর্পোরাল মেহেদী হাসান (৩৬) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে সৈনিক দীপঙ্কর রায় দত্ত (২১)।
একই দুর্ঘটনায় আরও তিনজন সেনাসদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ফিরোজ নামের একজনের অবস্থা গুরতর। আহতদের হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, আজ সন্ধ্যায় সেতুর টহলরত একটি পিকআপ সেনা সদস্যদের নিয়ে সেতুর পূর্বদিকে যাচ্ছিল। যাওয়ার পথে সীমান্তবাজার এলাকায় বিপরীতমুখী সিমেন্টবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় পাঁচজন সেনা সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ দুই সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন।
নিহতরা সেতুর দায়িত্বে থাকা টাঙ্গাইল সেনানিবাসের অধীন ৩৭-এডি আর্টিলারি রেজিমেন্টের সদস্য বলে ওসি আরো জানান।
অপরদিকে আহতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে ল্যান্স কর্পোরাল ইমরান হোসেন (৩০), নরসিংদীর রায়পুরা উপজেলার ঈরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সেনা সদস্য মাঈনুল (২১) ও কর্পোরাল ফিরোজ। ফিরোজের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতালে যান।