সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার
২০০৫ সালের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি মো. আল মাসুমকে (৪২) দীর্ঘ ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাত ২টায় গাজীপুর জেলার কালয়াকৈর থানাধীর চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর সদস্যেরা। ১৭ বছর ধরে তিনি পরিচয় গোপন করে ওই এলাকায় ছিলেন। মো. আল মাসুম গৌরীপুর উপজেলার মাওহা লক্ষ্মীনগর এলাকার ডা. আব্দুস সালামের ছেলে।
আজ মঙ্গলবার বিকেলে র্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সেদিন সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে ৪০০ স্থানে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন দুজন এবং আহত হয় দুই শতাধিক মানুষ। ৬৪ জেলার মধ্যে মুন্সীগঞ্জ জেলা বাদে বাকি ৬৩টি জেলায় এই হামলা করা হয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব ও সরকারি-আধাসরকারি স্থাপনায় বোমা হামলা চালায় জঙ্গিরা। হামলার জায়গাগুলোতে জেএমবির জঙ্গিরা লিফলেট ছড়িয়ে দেয়। সেই সময়ে জেএমবির সিরিজ বোমা হামলার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।