সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ উদ্ধার করল হারানো টাকা
সিসিটিভি মনিটরিং সেন্টারের মাধ্যমে নেত্রকোনা জেলা পুলিশ উদ্ধার করল হারিয়ে যাওয়া চার লাখ ৫০ হাজার টাকাসহ ব্যাগ। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে জমি রেজিস্ট্রেশন করতে ব্যাংক থেকে চার লাখ ৫০ হাজার টাকা তুলে অটোরিকশাযোগে জেলা শহরের মোক্তারপাড়া মগড়া সেতু দিয়ে বাসায় যাচ্ছিলেন পরমাণু শক্তি কমিশনে কর্মরত মো. মোশারফ হোসেন। অসাবধানবশত টাকার ব্যাগটি অটোরিকশায় রেখে চলে যান তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে টাকার ব্যাগটিসহ অটোরিকশার চালককে খুঁজে না পেয়ে জেলা পুলিশের সিসিটিভি মনিটরিং সেন্টারে যোগাযোগ করেন তিনি। তাৎক্ষণিক ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে তারা। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অটোরিশাটিকে শনাক্ত করা হয়।
এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজের প্রদর্শিত অটোরিকশাচালককে শনাক্ত করা হয়। পরে তাঁর হেফাজত থেকে হারিয়ে যাওয়া চার লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
পরবর্তী সময়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ উদ্ধার করা চার লাখ ৫০ হাজার টাকার মালিক পরমাণু শক্তি কমিশনে কর্মরত মো. মোশারফ হোসেনকে ফেরত দেন।