সীতাকুণ্ডে কালো তেলের ডিপোতে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কালো তেলের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী এলাকায় মজিদ স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের সংলগ্নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ও বাংলাদেশ নৌবাহিনী মাদাম বিবিরহাটের দুইটি অগ্নি নির্বাপক ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোডের পশ্চিমে (নামবিহীন) কামরুলের মালিকানাধীন একটি অবৈধ কালো তেলের ডিপোতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনী মাদাম বিবিরহাট শাখার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। কারখানা সংলগ্ন থাকা আমানের ১৫টি টিনশেডের ঘর এবং শিপ ব্রেকিং ইয়ার্ডের আটটি লেবারের ঘর আগুনে পুড়ে যায়।
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১০ লক্ষাধিক বলে ধারণা করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
স্থানীয় জনগণ জানান, সীতাকুণ্ড এলাকার বিভিন্ন স্থানে অনেকগুলি অবৈধ কালো তেলের ডিপো রয়েছে। প্রতি বছর এই ডিপোগুলোতে অহরহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও কর্তৃপক্ষ এই অবৈধ ডিপোগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না।