সীতাকুণ্ডে বিস্ফোরণ : ডা. সামন্ত লালের নেতৃত্বে চট্টগ্রাম যাচ্ছে বিশেষজ্ঞ দল
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে বিশেষজ্ঞ একটি দল চট্টগ্রাম যাচ্ছে।
আগামীকাল সোমবার বিশেষজ্ঞ দলটি চট্টগ্রাম যাবে। আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডা. সামন্ত লাল সেন। দলের অপর দুই সদস্য—ডা. হেদায়েত আলী খান ও ডা. হোসেন ইমাম।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের এক সদস্যসহ চার জন আমাদের এখানে চিকিৎসাধীন। আমরা তাদের শঙ্কামুক্ত বলতে পারি না।’
‘ঘটনার পর থেকে চট্টগ্রামের চিকিৎসকেরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি। চট্টগ্রামের একজন সহযোগী অধ্যাপক, ডা. রফিকের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি’, যোগ করেন ডা. সামন্ত লাল সেন।
চট্টগ্রামে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা তাদের আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও চিকিৎসক হতাহতদের চিকিৎসায় যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তিনি আমাকে সব ধরনের নির্দেশনা দিয়েছেন।’