সীমান্তবর্তী জেলায় দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে
দেশের সীমান্তবর্তী জেলায় দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সীমান্তের কয়েকটি জেলায় নতুন বিধিনিষেধ চলছে। এনটিভির সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এমনটি জানা গেছে।
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণের হার বাড়ছে। মোংলায় আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরের সপ্তাহের বুধবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা বাড়িয়ে নতুন করে কঠোরতর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। মোংলায় করোনা আক্রান্তের গড় হার ৬১ শতাংশ।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার ৪৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪২ শতাংশ। একজন করোনা রোগী এবং একজন করোনার উপসর্গে মারা গেছে। এদিকে করোনার ঊর্ধ্বগতির কারণে আজ বুধবার মধ্যরাত থেকে যশোরের দুটি পৌরসভা এলাকায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে।
গত মে মাসে ভারত সীমান্তবর্তী জেলা হিসেবে যশোর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এ মাসের শেষ সপ্তাহে যশোরে করোনা শনাক্তের হার পূর্বের তুলনায় কিছুটা বাড়তে থাকে। জুন মাসের শুরুতে থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। গত সোমবার (৭ জুন) শনাক্ত হয় ২৯ শতাংশ। গতকাল মঙ্গলবার (৮ জুন) তা বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশে। আজ বুধবার (৯ জুন) শনাক্তের হার ৪৯ শতাংশ।
যশোরে এ পর্যন্ত সাত হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৪ জন। এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৭২ জন করোনা রোগী।
কুষ্টিয়ায় বেশিরভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন মো. আনোয়ারুল ইসলাম জানান, একদিনে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সনাক্তের হার ৩৪ শতাংশ। গত তিনদিনে জেলায় নতুন করে ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৩২২ জন। সব মিলিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১২০ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ও করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৯ জন।
নাটোর সদর ও সিংড়া পৌরসভায় আজ থেকে শুরু হয়েছে সাতদিনের সর্বাত্মক লকডাউন। গত ২৪ ঘণ্টায় ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে সপ্তম দিনের মত বিশেষ লকডাউন শেষ হচ্ছে আজ।
চাঁপাইনবাবগঞ্জে লকডাউন শিথিল করে ১১ দফা বিধিনিষেধ দ্বিতীয়দিন চলছে। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর প্রশাসন।
জয়পুরহাটে পৌরসভাসহ সদর উপজেলা ও পাঁচবিবি পৌর এলাকায় সোমবার থেকে নতুন বিধি নিষেধ জারি করেছে জেলা প্রশাসন। সীমান্তবর্তী জেলাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট ১৯১ জনের নমুনা পরীক্ষা (শুধু অ্যান্টিজেন টেস্ট) করে এ ফলাফল পাওয়া যায়। শনাক্তের হার ২১ দশমিক ৯ শতাংশ।