সুনামগঞ্জে বিদ্যুতের তার ছিড়ে পড়ে মা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে পল্লীবিদ্যুতের তার ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের নতুনপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম ঝুমা সরকার (৩৫), তিনি উন্নয়নকর্মী দেবজ্যোতি সরকারের স্ত্রী। নিহত ছেলেশিশুর নাম দীপ সরকার (২)। এ ঘটনায় এই দম্পতির অপর কন্যা সন্তান পূঁজা সরকার গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত পূঁজা সরকারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝুমা সরকার তার দুই শিশু সন্তানকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক তখন ওই বাড়ি পাশের একটি টিউবওয়েলে ছেলে পানি খাবে বলে বায়না ধরলে শিশুটির মা ও বোন তাকে টিউবওয়েলের পানি খাওয়ানোর সময় হঠাৎ করে বিকট শব্দ করে মাথার উপরে থাকা তেলিয়া-নতুনপাড়া বিদ্যুৎ লাইন ছিড়ে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ঝুমা সরকার ও তার শিশুছেলে দীপ সরকার।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত শিশু পূঁজাকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।