সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ এলাকায় এক লাখ ৩৫ হাজার ইয়াবা জব্দ, আটক ৮
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা থেকে এক লাখ ৩৫ হাজার ইয়াবাসহ আট জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। কোস্টগার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, মিয়ানমার থেকে সমুদ্র পথে সেন্টমার্টিন দ্বীপের উপকূল দিয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি অভিযানিক দল আজ শনিবার ভোরে ছেঁড়া দ্বীপের কাছে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার উপকূল থেকে ছেঁড়া দ্বীপের কাছাকাছি একটি ফিশিং ট্রলার আসতে দেখে কোস্টগার্ডের টিম ট্রলারটি আটক করে। পরে ট্রলারটি তল্লাশি করে এক লাখ ৩৪ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ট্রলার থেকে আট জনকে আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা ইয়াবাসহ আটক আট জনকে আজ দুপুরে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।