সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোলাহাট এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
সৈয়দপুর জিআরপি পুলিশ সূত্র জানায়, চিলাহাটি থেকে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করে জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, লাশ শনাক্তের চেষ্টা করা চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।