স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী বলে নীরবকে নির্যাতন করা হচ্ছে : রিজভী
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী বলে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে নির্যাতন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নীরবসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে কারাগারে ২৪ ঘণ্টার জন্য লকাপ করে রেখেছেন, সে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারবে না, সে কারাগারে কারও সঙ্গে কথা বলতে পারবে না। নীরব তো ক্যাসিনো চালায়নি, ও তো সন্ত্রাস করেনি, সে তো মানুষ হত্যা করেনি, করোনার নামে কোনো ভুয়া হাসপাতাল খোলেনি। করেছে তো সব আপনাদের লোকেরা। আজকে সাইফুল আলম নীরব কারাগারে ২৪ ঘণ্টা লকাপ।’
রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যে এলাকায় নির্বাচন করেন, সাইফুল আলম নীরবও সেই এলাকায় নির্বাচন করেন। কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী কখনোই চাইবেন না যে সাইফুল আলম নীরব জেল থেকে ছাড়া পাক। স্বরাষ্ট্রমন্ত্রীকে খুশি করতেই আইজি প্রিজন সাইফুল আলম নীরবকে এই নির্যাতন ও জুলুম করছে।’
রিজভী বলেন, ‘আমরা কেউ বেলুচিস্তান বা রাজস্থান থেকে আসিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও এ দেশের মানুষ, আমরাও এ দেশের মানুষ। আপনি আপনার এলাকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্যাতন করছেন এর অর্থ কী? এই নির্যাতন করে আপনি কি আপনার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসছেন? এরকম নিষ্ঠুরতা আপনি করতে পারেন না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সাইফুল আলম নীরবের ২৪ ঘণ্টার লকাপ থেকে মুক্তি দিতে হবে।’ এসময় গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল ইসলাম, যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।