স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
নওগাঁর সাপাহার উপজেলায় স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ মে রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সুমন ওরফে ভোগা (১৯) ও আহাদ আলী (৩০)। মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি গোধা (২৮) পলাতক রয়েছেন।
মামলার এজাহারের জানা গেছে, আসামিদের সঙ্গে ওই গৃহবধূর স্বামীর রাজমিস্ত্রী কাজের সুবাদে পরিচয় ছিল। গত ১৯ মে রাতে ওই গৃহবধূর স্বামীকে টাকা দিয়ে তার সহযোগিতায় আসামিরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ওই গৃহবধূর মা থানায় সুমন ওরফে ভোগা, আহাদ আলী এবং গোধার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এ ঘটনায় আজ পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।