স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ১০১ ব্যক্তিকে জরিমানা
লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ১০১ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের ৯টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আটটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১০১ জনকে মোট ১৫ হাজার ৪১০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। সরকারি বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ। বরং লকডাউন উপেক্ষার প্রবণতা অনেক হারে বেড়েছে। প্রয়োজনে-অপ্রয়োজনে প্রতিদিন রাস্তায় বের হচ্ছেন মানুষ। সড়কগুলোতে রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে পুরোদমে।