স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ১৫ জনকে জরিমানা
সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলায় ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমান আদালত ১৫টি মামলায় এক হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
আজ মঙ্গলবার জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার কুরশিয়া আকতার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে সবাইকে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের অভিযান চলছে। পাশাপাশি মানুষকে সচেতন করতেও কাজ করা হচ্ছে।’
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীরের তথ্য মতে, জেলায় শেষ ২৪ ঘণ্টায় ৭১ জন নারী পুরুষের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন ১৬৫ জন।