স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার (ফলোআপ) জন্য আবারও হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ শনিবার বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাঁকে।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কয়েকদিন আগে ম্যাডাম চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ আবার উনাকে ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হবে।’
গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় ২৬ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। এর আগে গত ১২ অক্টোবর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। এ পরীক্ষার পর তাঁর চিকিৎসকেরা জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের অধীনে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।