হরতালের সমর্থনে পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররম মসজিদের সামনের এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেফাজত নেতাকর্মীরা হরতালের সমর্থনে এ বিক্ষোভ মিছিল করেন।
হরতালের সমর্থনে হেফাজতের মিছিলটি পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররম মসজিদের সামনে আসে। বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশ থেকে বক্তারা গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী ও গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবর্ষণের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেন। একই সঙ্গে তাঁরা এ ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ জড়িত থাকার অভিযোগ করে তাদের বিচার দাবি করেন।
হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে রোববার সকাল থেকে রাজধানীর পল্টন এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যানচলাচল তেমন দেখা যায়নি। একই অবস্থা নয়াপল্টন এলাকায়ও। নয়াপল্টন বিএনপি অফিসের সামনের সড়কে তেমন কোনো যান চলাচল করতে দেখা যায়নি। বিএনপি অফিসের পাশে মিউওয়ে হোটেলের গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। সকাল থেকে একই চিত্র দেখা গেছে ফকিরাপুল মোড়, দৈনিক বাংলা মোড়েও।