হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমির যোবায়ের রিমান্ডে
২০১৩ সালে পল্টনে তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ যোবায়েরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আজ শনিবার এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামি যোবায়েরকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল লালবাগের বাসা থেকে হেফাজত নেতা যোবায়েরকে গ্রেপ্তার করে। এ বিষয়ে গতকাল নিশ্চিত করেছেন ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। গতকাল সন্ধ্যায় এনটিভি অনলাইনকে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মাওলানা যোবায়েরকে তাঁর লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া ডিবির লালবাগ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাওলানা যোবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনার অভিযোগ রয়েছে। ওই সময় দায়ের করা মামলার আসামিও তিনি।
এর আগে বিভিন্ন অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী, সহপ্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়।