হেফাজতের হরতাল : গাজীপুরে চলছে যানবাহন, খোলা আছে দোকানপাট
হেফাজত ইসলাম বাংলাদেশের ডাকা দেশব্যাপী হরতালে গাজীপুরে যথারীতি সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করছে, খোলা রয়েছে দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আজ রোববার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ কাজের তাগিদে এসব যানবাহনে চলাচল করছেন। হরতালের পক্ষে কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রেলপথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নিহতের প্রতিবাদে রোববার দেশজুড়ে হরতাল করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে ও যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ ও সরকারি দলের লোকজন।
এ ছাড়া সেদিন চট্টগ্রামের হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে হেফাজত।