১০ মের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দিন : প্রতিমন্ত্রী
আগামী ১০ মে তারিখের মধ্যে গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের ঈদুল ফিতরের বোনাস এবং এপ্রিল মাসসহ যদি কোনো মাসের বেতন বকেয়া থাকে তা পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ কমিটির সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী মালিকদের প্রতি এ আহ্বান জানান। সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনার এ দুর্যোগকালে সবাই যাতে ঈদ করতে পারে এজন্য মালিকদের এগিয়ে আসতে হবে। শ্রমিকরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এজন্য আগামী ১০ মের মধ্যে ঈদের বোনাসসহ এপ্রিল মাসের বেতন এবং এ ছাড়াও যদি কোনো বকেয়া থেকে থাকে তাহলে সেটাও পরিশোধ করতে হবে।’