১৩ হাজার ৯৮৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সোমবার সম্পূরক বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২১’ জাতীয় সংসদে উত্থাপন করলে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে সরকারি ও বিরোধীদলের সদস্যেরা সম্পূরক বাজেটের ওপর আলোচনা করেন।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ১৯টি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাস হয়। ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বিদায়ী অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ১৯টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ টাকা বেড়েছে এবং ৪৩টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৪২ হাজার ৪৮১ কোটি ৮৭ লাখ টাকা কমেছে।
সার্বিকভাবে ২৯ হাজার ১৭ কোটি টাকা কমে সংশোধিত নিট বরাদ্দ দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা।