১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে স্থিতিশীলতা থাকায় গত ১৪ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশন (রসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাকালীন সময়েও গৃহহীনদের ঘর করে দিচ্ছি। কে কোন দলের তা দেখিনি। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ নিয়ে কাজ করছি। ভূমি ও গৃহহীনদের ঘর করে দিয়েছি। রংপুর বিভাগ আমারই করা।’