২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তার অফিসের সামনের সড়কে পৃথক অভিযানে এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার আব্দুল আজিজ (২১)। ও উখিয়া উপজেলার শীলের ছড়া এলাকার কামাল উদ্দিন (২৮)।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আজিজকে গ্রেপ্তার করে। এরপর রাত সোয়া ১১টার দিকে পৃথক অভিযানে আরও ১০ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জাকের হোসেন মাহমুদ।