২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেনি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে কেউ মারা যায়নি। একইসঙ্গে এ সময়ে নতুন কোনো রোগী দেশের কোনো হাসপাতালে ভর্তি হয়নি।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে ৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন ও ঢাকার বাইরে ২০ জন।
চলতি বছরে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৪২ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে।