২৪ পৌরসভায় চলছে ভোট, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী
প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় আজ সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোটগ্রহণ চলবে। এসব পৌরসভায় গত শনিবার নির্বাচনি প্রচার শেষ হয়েছে। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছেন।
আজ যেসব পৌরসভায় ভোট হচ্ছে সেগুলো হলো পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড।
পৌরসভার নির্বাচন সম্পর্কে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ : শাহজাদপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী ও ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান স্বজল।
এছাড়াও পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন থেকে মনোনীত ইমরান হোসেন এবং লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন নির্বাচন করছেন।
প্রথম শ্রেণির এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে (সাধারণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে মোট ১৬ জন প্রার্থী আজকের এই ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন।
মোট ২৫টি কেন্দ্রের ১৪৭টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে। নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৭১ এবং নারী ভোটার ২৫ হাজার ৭১৫ জন।
এস এম উমেদ আলী, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কনকনে শীতের কারণে ভোট গ্রহণের শুরুতে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
বড়লেখা পৌরসভায় মেয়র পদে লড়ছেন তিনজন প্রার্থী। তাঁদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা) ভোট দেন বড়লেখা পি.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে। অপরদিকে, গাজী টেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন) ভোট দেন।
এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৫২৩ জন ও নারী ভোটার হচ্ছেন সাত হাজার ৯২০ জন। পৌরসভার ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। ভোট কক্ষের সংখ্যা ৪৩টি।
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা পৌরসভায় মোট ৯টি ভোটকেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ চলছে। প্রথমবার ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে কিছুটা উৎসাহ দেখা দিয়েছে। সকাল থেকেই শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিএনপি প্রার্থীর এজেন্ট তুলনামূলক কম রয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, ৯টি কেন্দ্রে মোট ৭২টি ইভিএম মেশিন দেওয়া হয়েছে। ভোটের নিরাপত্তায় কেন্দ্রগুলোতে পুলিশের অবস্থানের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব ও বিজিবি কেন্দ্রের বাইরে টহল দিচ্ছে। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ করছে।
খোকসা পৌরসভায় মেয়র পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র তারিকুল ইসলাম ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নাফিজ আহম্মেদ খান রাজু ভোটযুদ্ধে অংশ নিয়েছেন।
এছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদে ১০ জন নির্বাচনে অংশ নিয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটার সাত হাজার ৪৯৮ জন।
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর বাইরেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এ ছাড়াও কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪৭ জন এবং নারী ভোটার ১০ হাজার ৬৩২ জন।
সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা তকদির আলী।