জাপার সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ময়মনসিংহের ত্রিশালের মুক্তিযোদ্ধা আবদুল মজিদ হত্যার অভিযোগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাফিজ আল আসাদ এই পরোয়ানা জারি করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের ২৭ নভেম্বর দরবারের কথা বলে মুক্তিযোদ্ধা আবদুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৬ সালের ৮ মার্চ নিহতের ছেলে লোকমান হাকিম ময়মনসিংহের একটি আদালতে মামলা দায়ের করেন। মামলায় ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করা হয়।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ছয় মাস তদন্ত শেষে গত ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত আজ দুপুরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।