চট্টগ্রামে মজিদ-ঝড়ের কবলে ইংলিশ বোলাররা
প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ নজরকাড়া। ৪২ ম্যাচ খেলে ৪২.৩৭ গড়ে করেছেন ২৬২৭ রান তরুণ ব্যাটসম্যান আবদুল মজিদ। যাতে ১৩টি অর্ধশতক এবং ছয়টি শতক রয়েছে। দারুণ একটি দ্বিশতকও রয়েছে তাঁর ঝুলিতে।
ঘরোয়া আসরে এত ঝলমলে পারফরম্যান্স থাকলেও কখনোই জাতীয় দলে ডাক পড়েনি মজিদের। এবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের দলে ডাক পেয়ে সুযোগটা আর হাতছাড়া করতে চাননি তিনি। উদ্বোধনীতে খেলতে নেমে করে ফেললেন দারুণ একটি শতক।
রোববার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ব্যাট করতে নামেন তিনি। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে গেলেও দৃঢ়তা দেখিয়েছেন মজিদ।
সফরকারী ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে সামনে তিনি শুধু দৃঢ়তাই দেখাননি, শেষ পর্যন্ত শতকও পূর্ণ করেছেন। অবশ্য এর আগে ৯২ রান করে রিটায়ার্ড হার্ট করেছিলেন তিনি। পরে আবার ফিরে এসে শতক পূর্ণ করলেও বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি মাত্র ৯৫ বলে ১০৬ রান করে।
অবশ্য দারুণ এই ইনিংসটি খেলে নির্বাচকদের নিশ্চয়ই দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন মজিদ। এবার জাতীয় দলে ডাক পাবেন কি না, সে অপেক্ষায় থাকতে হবে তাঁকে।
অবশ্য এর আগে ২০১৪ সালে জাতীয় লিগে দুর্দান্ত পারফর্ম করে মজিদ ‘এ’ দলে ডাক পেয়েছিলেন। সে দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে খুব একটা ভালো কিছু করতে পারেননি। ক্যারিবীয় পেসারদের বিপক্ষে তিনি একরকম হতাশই করেছিলেন।