জাপার প্রস্তাব ইসি গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে জাতীয় পার্টির (জাপা) দেওয়া প্রস্তাব ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। এতে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল।
সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেলে জাতীয় পার্টিকে বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আলোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। তিনি বলেন, এই আলোচনার ফলে নির্বাচন কমিশন গঠনের একটি রূপরেখা বেরিয়ে আসবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি। তিনি নির্বাচন কমিশন গঠনে জাতীয় পার্টির প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, এসব প্রস্তাব নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
বঙ্গভবনে আলোচনায় আমন্ত্রণ জানানোয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় নিজেদের পাঁচ দফা প্রস্তাব লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে তুলে দেন তিনি। এ ছাড়া নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিষয়ে যৌক্তিকতাও তুলে ধরেন এরশাদ। কমিশন গঠনে রাষ্ট্রপতির এই উদ্যোগের প্রশংসাও করেন তিনি।
জাতীয় পার্টির প্রতিনিধিদলে আরো ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, অধ্যাপক দেলোয়ার হোসেন, এস এম ফয়সাল চিশতী, এ টি ইউ তাজ রহমান, মশিউর রহমান রাঙ্গা, তাজুল ইসলাম চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার।
বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।