এমপি লিটন হত্যাকাণ্ড ঘটেছে সরকারের প্রশ্রয়ের কারণে
সরকারের প্রশ্রয়ের কারণে দুর্বৃত্তরা সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সারা দেশে মানুষের নিরাপত্তা দিতে এ সরকার যে ব্যর্থ হয়েছে, সম্প্রতি লিটন হত্যার ঘটনা সেটাই প্রমাণ করে।
আজ সোমবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। সেখানে ফাতেহা পাঠ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় বিএনপি মহাসচিবের কাছে সাংবাদিকরা দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা বিষয়ে প্রশ্ন রাখেন। জবাবে তিনি বলেন, ‘আজকে যেমন একজন এমপি নিরাপদ নন, তেমনি সাধারণ মানুষও নিরাপদ নয়। সত্য কখনো চাপা থাকে না। আজকে এই হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের নিরাপত্তা দিতে। তাঁদের প্রশ্রয়ের কারণে আজকে দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠেছে সমগ্র সমাজ ও রাষ্ট্রে। এই দেশে এখন স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই।’
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন,‘গণতন্ত্রকে হরণ করে নিয়ে গেছে, বিরোধী দলকে দমন করছে। ছাত্রদের তাদের স্বাভাবিক কার্যক্রম করতে দিচ্ছে না।’
এ সময় ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।